মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ১৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৯. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুসলমানের উপর কোন বিপদ আপতিত হলে তার গুনাহের কাফফারা হয়ে যায়, এমনকি ক্ষুদ্রতর কোন কাঁটা বিদ্ধ হলেও।
'আইশা (রা)-এর দ্বিতীয় বর্ণনায়- রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে কোন মুসলমানের শরীরে কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চাইতে অধিক কোন আঘাত লাগে। তার পরিবর্তে তার একটি গুনাহ মাফ করে দেওয়া হয়।
'আইশা (রা) তৃতীয় বর্ণনায় অনুরূপ হাদীস, তাতে আছে তার পরিবর্তে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ মাফ হয়ে যায়।
'আইশা (রা)-এর দ্বিতীয় বর্ণনায়- রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে কোন মুসলমানের শরীরে কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চাইতে অধিক কোন আঘাত লাগে। তার পরিবর্তে তার একটি গুনাহ মাফ করে দেওয়া হয়।
'আইশা (রা) তৃতীয় বর্ণনায় অনুরূপ হাদীস, তাতে আছে তার পরিবর্তে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ মাফ হয়ে যায়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن عائشة كانت تقول قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة يصاب بها المسلم إلا كفربها عنه (13) حتى الشوكة يشاكها (وعنها من طريق ثان) (14) عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يشاك بشوكة فما فوقها إلا حطت من خطيئة (وعنها من طريق ثالث) (15) مثله وفيه إلا كتب له بها درجة وكفر عنه بها خطيئة