মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ১৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৮. খাব্বাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম। তিনি তখন চাদর মাথার নীচে রেখে কাবার ছায়ায় শুয়েছিলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি আমাদের জন্য আল্লাহ্ তা'আলার নিকট দু'আ করেন এবং তার নিকট সাহায্য চান। বর্ণনাকারী বলেন, একথা শুনে রাগে তাঁর চেহারা লাল হয়ে গেল। তখন তিনি বললেন, তোমাদের আগের যামানায় মানুষের জন্য গর্ত খনন করা হতো এবং লোহার করাত এনে তার মাথার উপর রাখা হতো, এরপর তাকে তার দ্বীন থেকে সরিয়ে আনার জন্য দু টুকরো করে ফেলা হতো। কাউকে লোহার চিরুনী দিয়ে শরীরের গোশত ও হাড় আঁচড়িয়ে ছিন্নভিন্ন করে দেয়া হতো। অথবা পেঁচিয়ে বাঁধা হতো, এরপরও তাকে তার দ্বীন থেকে ফিরিয়ে আনতে পারেনি। আল্লাহর শপথ। এ দ্বীনকে তিনি পূর্ণভাবে কায়েম করে দিবেন। এমনকি সে সময় একজন আরোহী সানয়া বা সিরিয়া থেকে হাদরা মাউত (চারদিনের পথ) পর্যন্ত সফর করবে, তখন সে আল্লাহ্, আর নিজের মেষপালের জন্য নেকড়ে ছাড়া আর কিছুর ভয় করবে না। কিন্তু তোমরা তাড়াহুড়া করছ।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن خباب قال أتينا رسول الله صلى الله عليه وسلم وهو في ظل الكعبة متوسدا بردة له فقلنا يا رسول الله أدع الله تبارك وتعالى لنا واستنصره (1) قال فاحمر لونه أو تغير (2) فقال لقد كان من كان قبلكم (3) يحفر له حفرة ويجاء بالمنشار (4) فيوضع على رأسه فيشق (5) ما يصرفه عن دينه ويمشط بأمشاط (6) الحديد ما دون عظم (7) من لحم أو عصب ما يصرفه عن دينه وليتمن (8) الله تبارك وتعالى هذا الأمر (9) حتى يسير الراكب ما بين صنعاء (10) إلى حضرموت لا يخشى إلا الله تعالى والذئب على غنمه (11) ولكنكم تعجلون