মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ১৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৭. আবু মুসা আশআরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছেন, এমন কেউ-ই নেই, যে কষ্টদায়ক কথা শুনে আল্লাহর চাইতেও বেশী ধৈর্যধারণ করতে পারে। সে আল্লাহর সাথে কাউকে শরীক করে এবং তাঁর সন্তান থাকার কথা বলে, এসব সত্ত্বেও তিনি তাদেরকে কল্যাণ দান করেন, তাদের কষ্ট দূর করে দেন এবং তাদেরকে রিযিক প্রদান করেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم لا أحد أصبر (8) على أذى يسمعه من الله عز وجل إنه يشرك به ويجعل له الولد وهو يعافيهم ويدفع عنهم ويرزقهم