মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ১১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১১. মাহমুদ ইবন লাবিদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তা'আলা বলেছেন, আল্লাহ্ যদি কোন জাতিকে ভালবাসেন, তাহলে তাদেরকে পরীক্ষা করেন। এরপর যে ব্যক্তি ধৈর্যধারণ করে, তাকে ধৈর্যধারণের পুরস্কার দেওয়া হয়। আর যে ব্যক্তি অস্থিরতা অবলম্বন করে, সে অস্থির অবস্থায় থাকে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن محمود بن لبيد أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل إذا أحب قوما ابتلاهم فمن صبر فله الصبر ومن جزع فله الجزع
tahqiqতাহকীক:তাহকীক চলমান