মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ১২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১২. 'আবদুল্লাহ ইবন মুগাফ্ফাল (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি কোন একজন মহিলার সাথে মিলিত হলো, জাহেলিযূগে সে ব্যভিচারিণী ছিল; (পরবর্তী সময় সে ইসলাম গ্রহণ করে)। সে ব্যক্তি তার সাথে খেল-তামাসা শুরু করলো এবং শেষ পর্যন্ত সে তার দিকে হাত বাড়িয়ে দিল। তখন মহিলা বললো, বিরত থাক, আল্লাহ্ আমাকে শিরিক থেকে মুক্ত করেছেন, রাবী 'আফফান (রা) একবার বললেন, সে জাহেলিয়াতের মধ্যে ছিল, অর্থাৎ জাহেলিয়াতের পরিবর্তে সে মুশরিক ছিল, কথাটি উল্লেখ করেন। এরপর সে ইসলাম গ্রহণ করলে এক ব্যক্তি তার বন্ধু হলো এবং দেয়ালে তার মাথা ঠেকিয়ে সে তাকে আঘাত করলো, এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে সংবাদ দিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি আল্লাহর বান্দা, আল্লাহ্ তোমার মঙ্গল চান। আল্লাহ্ যখন কোন বান্দার কল্যাণ চান, তখন তার গুনাহের শাস্তি তার জন্য ত্বরান্বিত করেন; আর যদি কোন বান্দার অমঙ্গল চান, তবে তার গুনাহ ধরে রাখেন এবং শেষ পর্যন্ত কিয়ামতের দিন তাকে পূর্ণ শাস্তি প্রদান করবেন। সে একটি গাধার মত, অর্থাৎ সে বড় গুনাহগার।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن عبد الله بن مغفل أن رجلا لقي امرأة كانت بغيا (6) في الجاهلية فجعل يلاعبها حتى بسط يده إليها فقالت المرأة مه (7) إن الله عز وجل قد ذهب بالشرك وقال عفان مرة ذهب بالجاهلية (8) وجاءنا بالإسلام فولى الرجل فأصاب وجهه الحائظ فشجه ثم أتى النبي صلى الله عليه وسلم فأخبره فقال أنت عبد أراد الله بك خيرا إذا أراد الله عز وجل بعبد خيرا عجل له عقوبة ذنبه وإذا أراد بعبد شرا أمسك عليه بذنبه حتى يوفى (9) به يوم القيامة كأنه عير