মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ১০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১০. 'আবদুর রহমান ইবন শায়বা (রা) থেকে বর্ণিত। 'আয়শা (রা) তাঁকে খবর দিয়েছেন, রাসূলুল্লাহ (ﷺ) রোগের যন্ত্রণায় শব্দ করছেন এবং কষ্ট অনুভব করে তার বিছানার উপর ওলট পালট খাচ্ছেন। তখন 'আয়শা (রা) বললেন, যদি আমাদের কারও এমন অবস্থা হতো, তাহলে আমরাও তাঁর মত কষ্ট পেতাম।। তখন নবী করিম (ﷺ) বললেন, নেককারদের উপর কঠিন বিপদ আসে। আর কোন মুমিন বান্দা কাটাবিদ্ধ হয়ে বা অন্য কোনভাবে বিপদে কষ্ট পেলে তার গুনাহগুলো মাফ করা হয় এবং তার মর্যাদা উন্নত করা হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن عبد الرحمن بن شيبه أن عائشة رضي الله عنها أخبرته أن رسول الله صلى الله عليه وسلم طرقه فجعل يشتكي ويتقلب على فراشه فقالت عائشة لو صنع هذا بعضنا لوجدت عليه فقال النبي صلى الله عليه وسلم إن الصالحين يشدد عليهم وإنه لا يصيب مؤمنا نكبة من شوكة فما فوق ذلك إلا حطت به عنه خطيئة ورفع بها درجة
tahqiqতাহকীক:তাহকীক চলমান