মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৯. 'উমর ইবন সা'দ ইবন আবূ ওক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিনের জন্য আল্লাহর ফয়সালার ব্যাপারটি আশ্চর্যজনক। তার জন্য কল্যাণকর কোন কিছু হলে, সে আল্লাহর প্রশংসা ও শোকর করে। আবার বিপদের কোন কিছু হলে, সে আল্লাহর প্রশংসা করে ও ধৈর্য্য ধারণ করে। আর মুমিন প্রত্যেক জিনিষে পুরস্কার পেয়ে থাকে। এমন কি তার স্ত্রীর মুখে এক লোকমা খাদ্য উঠিয়ে দিলেও।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن عمر بن سعد بن ابي وقاص عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبت من قضاء الله عز وجل للمؤمن إن اصابه خير حمد ربه وشكره وان اصابته مصيبة حمد ربه وصبر المؤمن يؤجر في كل شيء حتى اللقمة يرفعها إلى في امرأته