মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং:
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৬. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর দ্বীনকে বিজয়, তাঁর কালিমাকে বুলন্দ করার জন্য আমাকে যেভাবে কষ্ট দেয়া হয়েছে, অন্য কাউকে সেভাবে কষ্ট দেওয়া হয়নি। আর আল্লাহকে আমি যেভাবে ভয় করেছি, অন্য কেউ সেভাবে ভয় করেনি।
আমার উপর তিনদিন (অন্য বর্ণনায় ত্রিশদিন) অর্থাৎ দিনের পর দিন অতিক্রম করেছে। আমি ও আমার পরিবার-পরিজনের জন্য বেলাল বগলের নীচে করে যে সামান্য খাদ্য নিয়ে এসেছে, তাছাড়া কিছুই গ্রহণ করতে পারেনি।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أوذيت في الله تعالى (4) وما يؤذى أحد واخفت في الله وما يخاف أحد (5) ولقد اتت على ثلاثة (وفي رواية ثلاثون) من بين يوم وليلة (6) ومالي ولعيالي طعام يأكله ذو كبد الا ما يوارى ابط (7) بلال
tahqiqতাহকীক:তাহকীক চলমান