মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৫
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৫. আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলের শরীরের উপর হাত রেখে বললেন, আমি আপনার শরীরের উপর হাত রেখে আপনাকে প্রচন্ড জ্বরে আক্রান্ত দেখতে পাই। তখন নবী করিম (ﷺ) বললেন, নবী রাসূলগণের উপর দ্বিগুণ বিপদ আসে, যেভাবে আমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হয়। যদি নবী আম্বীয়াদের মধ্যে থেকে হয়, তাহলে তাকে উকুন দিয়ে পরীক্ষা করা হয় ও শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। নবী যদি আম্বীয়াদের মধ্যে থেকে হন, তাহলে তাকে দারিদ্রতায় ফেলে পরীক্ষা করা হয়, শেষ পর্যন্ত তাঁর পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে না। আর তাঁরা বিপদে পড়ে এত বেশী উৎফুল্ল থাকেন, যেভাবে তোমরা ধনসম্পদ পেয়ে আনন্দিত হও।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن أبي سعيد الخدري قال وضع رجل يده على النبي صلى الله عليه وسلم فقال والله ما أطيق أن أضع يدي عليك من شدة حماك فقال النبي صلى الله عليه وسلم إنا معشر الأنبياء يضاعف لنا البلاء كما يضاعف لنا الأجر إن كان النبي صلى الله عليه وسلم من الأنبياء يبتلى بالقمل حتى يقتله وإن كان النبي من الأنبياء ليبتلى بالفقر حتى يأخذ العباءة فيجوبها (2) وان كانوا ليفرحون بالبلاء كما تفرحون بالرخاء