মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৭. আবু 'উবায়দা ইবন হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি তার চাচী ফাতিমা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা যখন রাসূলের নিকট আসলাম, তখন কিছু মহিলা তাঁর সেবা করছে। তখন তাঁকে দেখতে গেলাম, কঠিন জ্বরের গরমে মশক লটকিয়ে তাঁর উপর ফোঁটায় ফোঁটায় পানি ঝরানো হচ্ছিল। আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি যদি এ অবস্থায় আল্লাহর নিকট আরোগ্যের জন্য প্রার্থনা করতেন, তাহলে আল্লাহ্ আপনাকে আরোগ্য দান করতেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা হয় নবীগণের এরপর মর্যাদার দিক থেকে তার পরবর্তীদের, এরপর তার পরবর্তীদের।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن أبي عبيدة بن حذيفة عن عمته فاطمة انها قالت اتينا رسول الله صلى الله عليه وسلم نعوده في نساء فإذا سقاه معلق نحوه يقطر ماؤه عليه من شدة ما يجد من حر الحمى قلنا يا رسول الله لو دعوت الله فشفاك فقال رسول الله صلى الله عليه وسلم إن من أشد الناس بلاء الأنبياء ثم الذين يلونهم (9) ثم الذين يلونهم