মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারীগণ তাদের শরীর সম্পদ ও সন্তান সন্ততি নিয়ে সর্বদা পরীক্ষার সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত তারা গুনাহমুক্ত হয়ে আল্লাহর সাথে মিলিত হন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال البلاء بالمؤمن والمؤمنة في جسده وفي ماله وفي والده حتى يلقى الله وما عليه خطيئة