মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং:
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
অধ্যায়ঃ ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১. মাস'আব ইবন সা'দ (রা) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন মানুষের কঠিন পরীক্ষা হয়? তিনি বলেন, নবীগণের, তারপর সৎলোকদের, এরপর মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীদের, এরপর তাদের পরবর্তীগণের। এভাবে মানুষকে তার দীনদারির মাত্রা অনুসারে পরীক্ষা করা হয়। যদি সে তার দীনদারিতে অবিচল হয়, তবে তার পরীক্ষাও হয় ততটা কঠিন। যদি সে দীনদারিতে দুর্বল হয়, তাহলে তার পরীক্ষা সহজ হয়। বান্দা অহরহ বিপদ আপদ দ্বারা পরিবেষ্টিত থাকে, শেষ পর্যন্ত সে পৃথিবীতে গুনাহমুক্ত হয়ে বিচরণ করে থাকে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم

باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن مصعب بن سعد عن أبيه قال قلت يا رسول الله أي الناس أشد بلاء؟ قال الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل (1) يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلابة (2) زيد في بلائه وان كان في دينه رقة (3) خفف عنه وما يزال البلاء بالعبد حتى يمشي على ظهر الأرض ليس عليه خطيئة
tahqiqতাহকীক:তাহকীক চলমান