মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং:
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মু'মিনের উদাহরণ হলো যেমন শস্যক্ষেত্রের কোমল চারা গাছ, যে কোন দিকের হাওয়ার দোলায় সে দোলে, (অর্থাৎ একবার কাত হয় আবার সোঁজা হয়)। আর মুমিন সব সময়ই পরীক্ষার সম্মুখীন হয়। আর মুনাফিকের উদাহরণ হলো যেন বিরাটকায় বৃক্ষ, এ বৃক্ষ, যা সদা সর্বদা দৃঢ়ভাবে সৌজা কণপটেই সমূলে উৎপাটিত হয়ে যায়। হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তা এক ঝণপটেই সমূলে উৎপাটিত হয়ে যায়।
অন্য বর্ণনায় আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিনের উদাহরণ হলো যেন শস্যক্ষেত্রের কোমল চারাগাছ, যে কোন দিকের বাতাসের দোলায় সে দুলতে থাকে। আর বাতাস যখন বন্ধ থাকে সে সোজা হয়ে দাঁড়ায়, তেমনিভবে মুমিনের উদাহরণ সে বালা-মুসিবত হতে রক্ষা পায়। কাফিরের উদাহরণ যেমন বিরাট বৃক্ষের মত, যা সোঁজা হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহ যখন চান, তখন সমূলে তা উৎপাটিত করে দেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن مثل الزرع (6) لا تزال الريح تميله ولا يزال المؤمن يصيبه البلاء ومثل المنافق كشجرة الأرز (7) لا تهتز حتى تحصد (وعنه من طريق ثان) (8) عن النبي صلى الله عليه وسلم قال مثل المؤمن مثل خامة (9) الزرع من حيث انتهي الريح كفتها (10) فاذا سكنت اعتدلت وكذلك مثل المؤمن يتكفأ بالبلاء (11) ومثل الكافر كمثل الأرزة جاء معتدلة يقصمها الله إذا شاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান