মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩৭
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎ ব্যক্তি, সৎ ধনী হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩৭. আমির ইবনে সা'য়াদ (রা) থেকে বর্ণিত। তার ভাই 'উমর সায়াদের নিকট মদীনার বাহিরে তার বকরীর নিকট গমন করল। সা'য়াদ যখন তাকে দেখলেন, তখন বললেন, এই আরোহনকারীর অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানাহ চাই: (অর্থাৎ সা'য়াদ তার ছেলে থেকে পানাহ চাইলেন। কারণ 'আবদুল্লাহ ইবন যিয়াদ তাকে ব্যবহার করেছিল ইমাম হোসায়ন (রা) কে হত্যার জন্য)। যখন সে উপস্থিত হলো, তখন সে বললো, হে পিতা! আপনি কি বেদুঈন হয়ে বকরী নিয়ে জীবন যাপন করতে পছন্দ করছেন, অথচ লোকেরা মদীনাতে বাদশাহীর জন্য ঝগড়ায় লিপ্ত? তখন সা'য়াদ 'উমরের বুকে হাত মেরে বললেন, চুপ থাক, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। আল্লাহ তা'আলা মুত্তাকী ধনী মুমিন বান্দাদেরকে ভালবাসেন।
(তাঁর দ্বিতীয় বর্ণনায়।) 'উমর ইবনে সা'য়াদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তার ছেলে 'আমির তার নিকট এসেছিল তখন সে বললো, হে বৎস। তুমি কি আমাকে ফিতনার নির্দেশ দিচ্ছ? আমি কি তার মূল কারণ হবো? আল্লাহর শপথ। যদি আমার হাতে একখানা তলোয়ার দাও, যা দিয়ে আমি কোন মুমিনকে হত্যা করব। (অর্থাৎ আমি ফিতনার মূল নায়ক হতে পারবো না, যতক্ষণ মুমিন ও কাফিরকে পার্থক্য করতে না পারব, আমি মুমিনকে হত্যা করতে পারবো না, তার থেকে আমি দুরে অবস্থান করব। আর যদি কাফির হয়, তার নিকটে গিয়ে তাকে হত্যা করব) কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ মুত্তাকী মুমিন ও দয়ালু ধনীকে ভালবাসেন।
كتاب الفقر والغنى
باب الترغيب في الغنى الصالح للرجل الصالح
عن عامر بن سعد أن أخاه عمر انطلق إلى سعد في غنم له خارجا من المدينة فلما رآه سعد قال أعوذ بالله من شر هذا الراكب (6) فلما أتاه قال يا أبت أرضيت أن تكون اعرابيا في غنمك والناس يتنازعون في الملك بالمدينة؟ فضرب سعد صدر عمر وقال اسكت إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يحب العبد التقي (7) الغني الخفنى (8) (ومن طريق ثان) عن عمر بن سعد عن أبيه أنه قال جاءه ابنه عامر فقال أي بني أفي الفتنة تأمرني أن أكون رأسا لا والله حتى أعطى سيفا إن ضربت به مؤمنا نبا عنه (1) وان ضربت كافرا قتله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يحب الغني الخفي التقي
tahqiqতাহকীক:তাহকীক চলমান