মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩৮
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎ ব্যক্তি, সৎ ধনী হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩৮. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পার্থিব সম্পদের প্রাচুর্য থাকলেই ঐশর্যশালী হওয়া যায় না, বরং মনের ঐশর্যই প্রকৃত ঐশর্য। তার দ্বিতীয় বর্ণনায় অনুরূপ হাদীস, তবে অতিরিক্ত তিনি বলেন, আল্লাহর শপথ! আমি গরীব হওয়াকে ভয় করি না, বরং আমি ভয় করি যে, তোমরা সম্পদের ব্যাপারে প্রতিযোগিতা করবে। কিন্তু আমি তোমাদের জন্য ভয় করছি যে, তোমরা নিষিদ্ধ কাজে লিপ্ত হবে। অন্য শব্দে: যে তোমরা ভুল করবে, সেটা ভয় করছি না, তবে আমি ভয় করছি যে, তোমরা নিষিদ্ধ কাজে লিপ্ত হবে।
كتاب الفقر والغنى
باب الترغيب في الغنى الصالح للرجل الصالح
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة العرض (3) ولكن الغنى غنى النفس (وعنه من طريق ثان) (4) مثله وزاد والله ما أخشى عليكم الفقر ولكن اخشى عليكم العمد (وفي لفظ) ما أخشى عليكم الخطأ ولكن أخشى عليكم العمد