মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩৬
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎ ব্যক্তি, সৎ ধনী হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩৬. মা'বাদ আল-জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'আবিয়া (রা) যখন রাসূলের কোন হাদীস বর্ণনা করতেন, তখন এ শব্দগুলো বলতেন, তিনি বলেন, আমি জুমা'র দিনে রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেন, "আল্লাহ্ যার কল্যাণ চান, তাকে দীনের সূক্ষ্ম জ্ঞান দান করেন, আর এই ধন সম্পদ আকর্ষণীয় ও মধুর। আর সে ব্যক্তি তা সঠিকভাবে গ্রহণ করে, (অর্থাৎ ফকির মিসকিন ও পথিকদের হক আদায় করে), আল্লাহ তার জন্য তাতে বরকত দান করেন। সাবধান! দুনিয়ার কোন উদ্দেশ্যে তোমাদের পরস্পর পরস্পরের প্রশংসা করা তোমাদের ধ্বংসের কারণ হতে পারে।
كتاب الفقر والغنى
باب الترغيب في الغنى الصالح للرجل الصالح
عن معبد الجهنى قال كان معاوية رضي الله عنه قلما يحدث عن النبي صلى الله عليه وسلم شيئا ويقول هؤلاء الكلمات فلما يدعهن أو يحدث بهن في الجمع (وفي رواية يوم الجمعة) عن النبي صلى الله عليه وسلم قال من يرد الله به خيرا يفقهه في الدين وإن هذا المال حلو خضر (2) فمن يأخذه بحقه (3) يبارك له فيه وإياكم والتمادح فإنه الذبح