মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২৪
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
২৪. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তাঁর পিতা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তার প্রয়োজন পূরণের জন্য অভিযোগ করলে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে আবু সাঈদ। ধৈর্যধারণ কর। তোমাদের মধ্যে আমার নিকট গরীব হলো ঐ ব্যক্তি, যে আমাকে ভালবাসে এবং সে রাস্তা থেকে উপত্যকার চুড়ার দিকে এবং পাহাড়ের চূড়া থেকে তলদেশে দ্রুত গতিতে অতিক্রম করে।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
عن سعيد بن أبي سعيد الخدري عن أبيه أنه شكا الى رسول الله صلى الله عليه وسلم حاجته فقال رسول الله صلى الله عليه وسلم اصبر ابا سعيد (6) فإن الفقر إلى من يحينى منكم اسرع من السبل على أعلى الوادي ومن أعلى الجبل إلى أسفله