মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২৫
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
২৫. উসামা ইবন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখতে পেলাম, সেখানে প্রবেশকারীদের অধিকাংশই দরিদ্র শ্রেণীর লোক। আর ধনী ব্যক্তিরা, ইয়াহইয়া ইবন সা'ঈদ ও অন্যান্যরা বলেন, ধনী ব্যক্তিরা আটক রয়েছে। পক্ষান্তরে জাহান্নামীদেরকে দোযখে নিক্ষেপ করার হুকুম দেয়া হয়েছে। এরপর আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে লক্ষ্য করলাম যে, সেখানে প্রবেশকারীদের বেশীর ভাগই হলো নারী জাতি।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
عن أسامة بن زيد قال قال رسول الله صلى الله عليه وسلم قمت على باب الجنة فإذا عامة من دخلها المساكين وإذا أصحاب الجد (8) وقال يحيى بن سعيد وغيره أن أصاحب الجد محبوسون إلا أصحاب النار فقد أمر بهم إلى النار وقمت على باب النار فإذا عامة من يدخلها النساء