মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২৩
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
২৩. আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ): বিত্তবানরা সালাত আদায় করেন, সিয়াম সাধনা করেন এবং হজ্জ আদায় করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরাওতো সিয়াম সাধনা করে থাক, নামায আদায় কর এবং হজ্জ পালন কর। আমি বললাম, বিত্তবানরা সদকা করে থাকে, অথচ আমরা তা করতে পারি না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার জন্য সদকার ব্যবস্থা রয়েছে। লোকদের যাতায়াতের পথ থেকে কাঁটা, হাঁড় সরিয়ে দেওয়া সদকা, রাস্তায় কাউকে পথ দেখানো সাদকা, তোমার সামর্থ্য অনুযায়ী কোন দুর্বল ব্যক্তিকে সাহায্য করা সদকা, মানুষকে শুদ্ধ কথা শিখানো সদকা, নিজের স্ত্রীর সাথে সহবাস করা সদকা। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমরা স্ত্রী সহবাস করব, এতেও কি ছাওয়াব পাব? তিনি বললেন, তুমি কি মনে কর, যদি তুমি হারাম পথে কামাচার করতে, তাহলে কি পাপ হতো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমাদের মন্দ কাজের হিসাব নেওয়া হবে, আর উত্তম কাজের কি হিসাব নেওয়া হবে না?
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
عن أبي ذر قال قلت يا رسول الله ذهب الأغنياء يصلون ويصومون وحجون قال وأنتم تصومون وتصلون وتحجون قلت يتصدقون ولا نتصدق قال وأنت فيك صدقة رفعك العظم عن الطريق صدقة وهدايتك الطريق صدقة وعونك الضعيف بفضل قوتك صدقة وبيانك عن الأرتم (3) صدقة ومباضعتك امرأتك صدقة (4) قال قلت يا رسول الله نأتي شهوتنا ونؤجر؟ قال أرأيت لو جعلته في حرام اكان تأثم؟ قال قلت نعم قال فتحتسبون بالشر ولا تحتسبون بالخير