মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২২
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
২২. 'আবদুল্লাহ ইবনে 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছিল। দেখলাম, জান্নাতে প্রবেশকারী অধিবাসীগণ অধিকাংশ হচ্ছে নিঃস্ব-দরিদ্র। আর আমার সামনে জাহান্নাম উপস্থাপন করা হয়েছিল। আমি দেখলাম, তার অধিকাংশ অধিবাসী ধনী ও স্ত্রী লোকগণ।
(মুসনাদ আহমদ বর্ণনাকারীগণ উত্তম)
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها الأغنياء والنساء
tahqiqতাহকীক:তাহকীক চলমান