মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২১
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
২১. আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আবু যার। তুমি মসজিদের মধ্যে সবচেয়ে ধনী লোকটির দিকে তাকাও। তখন আমি এক ব্যক্তিকে পোশাক পরা অবস্থায় দেখে বললাম, এই ব্যক্তি। অতঃপর আমাকে পুনরায় বললেন, মসজিদের সবচেয়ে গরীব লোকটিকে দেখ, তখন আমি একজন লোককে পুরাতন জরাজীর্ণ পোশাক পরা অবস্থায় দেখে বললাম, এই ব্যক্তি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কিয়ামতের দিন এসব লোকেরা আল্লাহর নিকট সবচেয়ে উত্তম ব্যক্তি হিসাবে গণ্য হবে এবং এদের দ্বারাই যমীন ভরে যাবে। অন্য বর্ণনায়- এরাই নিকটবর্তী হবে।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر انظر ارفع رجل (9) في المسجد فنظرت فإذا رجل عليه حلة قال قلت هذا قال قال لي انظر أوضع رجل (10) في المسجد قال فنظرت فإذا رجل عليه أخلاق (11) قال قلت هذا قال فقال رسول الله صلى الله عليه وسلم لهذا عند الله أخير يوم القيامة من ملء الأرض مثل هذا (وفي رواية خير من قراب (12) لأرض مثل هذا)