মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২০
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
২০. আবু 'সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনসারদের এক মজলিসে ছিলাম। আমাদের কেউ কেউ নগ্নতা থেকে বাঁচার জন্য অন্যের আড়ালে ছিল এবং আমাদের মাঝে একজন পাঠক ছিল, সে আমাদের পাঠ করে শুনাচ্ছিল। আর আমরা আল্লাহর কিতাব থেকে শুনতে ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে এসে দাঁড়ালেন এবং আমাদের মাঝে নিজেকে সম্পৃক্ত করার জন্য বসে পড়লেন। তখন কারী পড়া বন্ধ করে দিলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কি করছিলে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ) আমাদের মধ্যে একজন কারী ছিল, সে আমাদেরকে আল্লাহর কিতাব পড়ে শুনাচ্ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতের ইশারা করে বললেন, তোমরা গোল হয়ে বস। তখন লোকেরা গোল হয়ে বসলো, এ সময় তিনি আমাকে ছাড়া অন্য কাকেও চিনতে পারেননি। বর্ণনাকারী বলেন, তখন তিনি বললেন, হে ফকীরদের দল, তোমরা ধনীদের অর্ধ দিন পূর্বে জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ পাঁচশত বছর পূর্বে।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
عن أبي سعيد الخدري قال كنت في حلقة من الأنصار وإن بعضنا ليستتر ببعض من العرى وقارئ لنا يقرؤ علينا فنحن نسمع إلى كتاب الله اذ وقف علينا رسول الله صلى الله عليه وسلم وقعد فينا ليعد نفسه معهم فكف القارئ فقال ما كنتم تقولون؟ فقلنا يا رسول الله كان قارئ لنا يقرؤ علينا كتاب الله فقال رسول الله صلى الله عليه وسلم بيده وحلق بها يرمئ اليهم أن تحلقوا فاستدارت الحلقة فما رأيت رسول الله صلى الله عليه وسلم عرف منهم أحدا غيري قال فقال ابشروا يا معشر الصعاليك (7) تدخلون الجنة قبل الأغنياء بنصف يوم وذلك خمسمائة عام
tahqiqতাহকীক:তাহকীক চলমান