মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৯
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
১৯. আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের সংবাদ দেব না? জান্নাতবাসী হলো প্রত্যেক দুর্বল, অক্ষম ব্যক্তি, যাকে লোকেরা তুচ্ছ মনে করে, এলোমেলো চুল ও ছিন্ন বস্ত্র পরিধানকারী ব্যক্তি। সে যদি আল্লাহর কাছে শপথ করে কিছু প্রার্থনা করে, তবে আল্লাহ তা পূর্ণ করে দেন। আর জাহান্নামবাসীগণ হলো- প্রত্যেক গর্ব, অহংকারকারী সম্পদ জমাকারী ব্যক্তি, অধিকাংশ মানুষ ও আত্মীয়-স্বজন যার অনুসরণ করে থাকে।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم أنه قال ألا أخبركم بأهل النار وأهل الجنة؟ أما أهل الجنة فكل ضعيف متضعف أشعث ذي طمرين (3) لو أقسم على الله لأبره وأما أهل النار فكل جعظرى (4) جواظ جماع مناع ذي تبع