মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৬
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দুর্বল মুহাজির ও গরীবদের মর্যাদা
১৬. 'আয়িয ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। একদা সালমান (রা) সুহায়ব) ও বিলাল (রা) একদল লোকের সাথে বসা ছিলেন। তখন আবু সুফিয়ান (রা) তাদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তাঁরা বললেন, আল্লাহর তরবারীসমূহ আল্লাহর দুশমনদের গর্দানে কি যথাসময়ে আঘাত করেনি? আবু বকর (রা) বললেন, তোমরা কি একজন প্রবীণ কুরায়শ নেতা সম্পর্কে এমন কথা বলছ? তিনি নবী করিম (ﷺ) কে এ কথাটি অবহিত করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবু বকর। তুমি বোধ হয় তাকে তাদের বিরুদ্ধে রাগিয়েছ। যদি তাদের রাগিয়ে থাক, তাহলে তুমি তোমার রবকেই রাগিয়েছ। এরপর আবু বকর (রা) তাঁদের কাছে এসে বললেন, হে ভাই সকল। আমি তোমাদেরকে রাগিয়েছি, তাই না? তারা বললেন, না, হে আবু বকর। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل فقراء المهاجرين والمستضعفين
عن عائد بن عمرو أن سلمان وصهيبا وبلالا كانوا قعودا في أناس فمر بهم أبو سفيان ابن حرب فقالوا ما أخذت سيوف الله تبارك وتعالى من عنق عدو الله مأخذها بعد (4) فقال أبو بكر اتقولون هذا لشيخ قريش وسيدها؟ قال فاخبر بذلك النبي صلى الله عليه وسلم فقال يا أبا بكر لعلك أغضبتهم فلئن كنت أغضبتهم لقد اغضبت ربك تبارك وتعالى (5) فرجع إليهم فقال أي أخوتنا لعلكم غضبتم؟ فقالوا لا يا أبا بكر يغفر الله لك
tahqiqতাহকীক:তাহকীক চলমান