মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৫
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দুর্বল মুহাজির ও গরীবদের মর্যাদা
১৫. আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। তোমরা আমার সন্তুষ্টি নিঃস্ব দুর্বলদের মধ্যে অন্বেষণ কর। কেননা, তোমরা তাদের ওসীলায় সাহায্য ও রিযিকপ্রাপ্ত হও।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل فقراء المهاجرين والمستضعفين
عن أبي الدرداء قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ابغوني (2) ضعفائكم فإنكم انما ترزقون وتنصرون بضعفائكم