মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৭
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
১৭. আবু বকর ছিদ্দিক (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দরিদ্র মু'মিনগণ ধনীদের তুলনায় চারশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হাসান উল্লেখ করেছেন, চল্লিশ বছর পূর্বে। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন কোন সাহাবী বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারশত বছর পূর্বে। বর্ণনাকারী বলেন, একথা শুনে ধনী ব্যক্তি বলবে, আফসোস। আমি যদি দরিদ্র হতাম।
বর্ণনাকারী বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। তাদের নাম আমাদের বলে দিবেন? রাসূল (ﷺ) বললেন, তারা হলো-যদি অপছন্দনীয় কিছু ঘটে অর্থাৎ যুদ্ধ বিগ্রহ হয় তাহলে তাদের জন্য পাঠানো হবে। আর যদি গনীমতের মাল পাওয়া যায় তাহলে তাদের বাদ দিয়ে অন্যদের কাছে পাঠানো হবে এবং তাদেরকে জান্নাতের দরজায় আটকে দেয়া হবে।
বর্ণনাকারী বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। তাদের নাম আমাদের বলে দিবেন? রাসূল (ﷺ) বললেন, তারা হলো-যদি অপছন্দনীয় কিছু ঘটে অর্থাৎ যুদ্ধ বিগ্রহ হয় তাহলে তাদের জন্য পাঠানো হবে। আর যদি গনীমতের মাল পাওয়া যায় তাহলে তাদের বাদ দিয়ে অন্যদের কাছে পাঠানো হবে এবং তাদেরকে জান্নাতের দরজায় আটকে দেয়া হবে।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
حدثنا محمد بن جعفر ثنا شعبة عن زيد أبي الحوارى عن أبي الصديق (7) عن اصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه قال يدخل فقراء المؤمنين الجنة قيل أغنيائهم بأربعمائة عام قال فقلت ان الحسن يذكر أربعين عاما (8) فقال عن أصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أربعمائة عام قال حتى يقول الغني يا ليتني كنت عيلا قال قلنا يا رسول الله سمهم لنا بأسمائهم؟ قال هم الذين إذا كان مكروه بعثوا له وإذا كان مغتم بعث إليه سواهم وهم الذين يحجبون عن الأبواب