মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৩
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দুর্বল মুহাজির ও গরীবদের মর্যাদা
১৩. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে এক ব্যক্তিকে দেখতে পাই ক্ষীণ শব্দে আমার সামনে চলছে। আমি বললাম, তুমি কে? সে বললো, আমি বেলাল। তিনি বলেন এরপর আমি চললাম এবং দেখলাম, জান্নাতের অধিকাংশ অধিবাসী মুহাজির ফকীরগণ এবং মুসলমানদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানগণ। তবে নারী ও ধনীদের মধ্যে ন্যূনতম কাকেও দেখলাম না। তখন আমাকে বলা হলো। ধনীগণ দরজার পাশে রয়েছে, তাদের কাছ থেকে হিসাব নেওয়া হচ্ছে এবং তাদেরকে পরিশোধন করা হচ্ছে। আর নারীগণ স্বর্ণ ও রেশমী পোশাকের লোভে আটকা পড়েছে। তিনি বলেন, এরপর আমি জান্নাতের আট দরজার এক দরজা দিয়ে বের হলাম। আমি যখন দরজার কাছে ছিলাম, তখন একটি বাটখারা নিয়ে আসা হলো, তা এক পাল্লায় রাখা হলো, আর আমার উম্মতকে এক পাল্লায় রাখা হলো, আমার উম্মতের পাল্লাটি নুয়ে পড়লো। তারপর আবু বকর (রা) কে উপস্থিত করা হলো, তাকে এ পাল্লায় রাখা হলো। আর আমার সমস্ত উম্মতকে এক পাল্লায় রাখা হলো, তাঁর পাল্লাটি নুয়ে পড়লো বা ভারী হলো। তারপর 'উমর (রা) কে আনা হলো এবং তাকে এক পাল্লায় রাখা হলো, আর সকল উম্মতকে এক পাল্লায় রাখা হলে 'উমর (রা)-এর পাল্লাটি ভারী হলো। তারপর আমার উম্মতের একজন একজন করে উপস্থাপন করা হলো। এরপর তারা অতিক্রম করেছিল, কিন্তু 'আবদুর রহমান খুব ধীর গতিতে চলছিলেন, তখন আমি হতাশ হয়ে পড়লে সে ফিরে আসে। আমি বললাম, আবদুর রহমান। তোমার কি হয়েছে? সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক, যিনি আপনাকে সত্য দীন সহকারে পাঠিয়েছেন, আমি আপনার নিকট উপস্থিত হতে পারিনি। শেষ পর্যন্ত আমি ধারণা করেছিলাম যে, বার্ধক্য অবস্থার পর ছাড়া আমি আপনাকে দেখতে পাব না। রাসূল (ﷺ) বললেন, এর কারণ কি? 'আবদুর রহমান বললেন, আমার অধিক সম্পদের কারণে আমার দীর্ঘ হিসাব হবে এবং পরিশুদ্ধ করা হবে, যে কারণে আমার জান্নাতে প্রবেশে দেরী
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل فقراء المهاجرين والمستضعفين
حدثنا الهذيل بن ميمون الكوفي الجعفي كان يجلس في مسجد المدينة يعني مدينة أبي جعفر قال عبد الله (4) هذا شيخ قديم كوفي عن مطرح (5) بن يزيد عن عبيد الله بن زحر (6) عن علي بن يزيد عن القاسم (يعني ابن عبد الرحمن) عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فرجدت فيها خشفة (7) بين يدي فقلت ما هذا؟ قال بلال قال فمضيت فإذا أكثر أهل الجنة فقراء المهاجرين وذرارى المسلمين ولم أر أحدا أقل من الأغنياء والنساء والنساء فقيل لي أما الأغنياء فهم هاهنا بالباب يحاسبون ويمحصون وأما النساء فألهاهن الأحمران الذهب والحرير قال ثم خرجنا من أحد أبواب الجنة الثمانية فلما كنت عند الباب أتيت بكفة فوضعت فيها ووضعت أمتي في كفة فرجحت بها ثم أتى بأبي بكر رضي الله عنه فوضع في كفة وجيئ بجميع أمتي في كفة فوضعوا فرجح أبو بكر رضي الله عنه وجيئ بعمر فوضع في كفة وجيء بجميع أمتي فرجح عمر رضي الله عنه وعرضت أمتي رجلا رجلا فجعلوا يمرون فاستبطأت عبد الرحمن بن عوف ثم جاء بعد الإياس فقلت عبد الرحمن فقال بأبي وأمي يا رسول الله والذي بعثك بالحق ما خلصت إليك حتى ظنن أني لا أنظر إليك أبدا إلا بعد المشيبات قال وما ذاك؟ قال من كثرة مالي أحاسب وأمحص