মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১২
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দুর্বল মুহাজির ও গরীবদের মর্যাদা
১২. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবনে 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন মুহাজির ফকীর ব্যক্তিগণ ধনীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে জান্নাতে পৌছে যাবে, 'আবদুল্লাহ বললেন, তোমরা চাইলে আমার নিকট যা আছে, আমি তা তোমাদেরকে দান করব, তোমরা চাইলে বাদশাহর নিকট আমি তোমাদের আলোচনা করব, একথা শুনে তারা বললো, আমরা ধৈর্য ধারণ করব, আমরা কিছুই চাইব না।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل فقراء المهاجرين والمستضعفين
وعنه أيضا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان فقراء المهاجرين يسبقون الأغنياء يوم القيامة بأربعين خريفا (2) قال عبد الله فإن شئتم أعطيناكم مما عندنا وان شئتم ذكرنا أمركم للسلطان قالوا فإنا نصبر فلا نسأل شيئا
tahqiqতাহকীক:তাহকীক চলমান