মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১১
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দুর্বল মুহাজির ও গরীবদের মর্যাদা
১১. 'আবদুল্লাহ ইবন 'উমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন একদিন বলেন, আর আমরা তখন তাঁর পাশেই ছিলাম, অপরিচিতদের জন্য শুভ সংবাদ! (অর্থাৎ জান্নাত) এরপর তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, অপরিচিত কারা? তিনি বললেন, অসংখ্য খারাপ লোকদের মাঝে কিছু সংখ্যক সৎলোক, যাদের মধ্যে আনুগত্য কারীদের চেয়ে অমান্যকারীদের সংখ্যা অধিক। তিনি বললেন, অন্য এক দিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ছিলাম, যখন সূর্য উদিত হলো, তখন রাসূল (ﷺ) বললেন, কিয়ামতের দিন আমার কিছু উম্মতদের উপস্থিত করা হবে, যাদের চেহারা হবে সূর্যের কিরণের মত। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। তারা কারা? অন্য বর্ণনায়, আবু বকর (রা) বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরাই কি সে দল? তিনি উত্তর দেন, না। তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। তখন তিনি বলেন, হিজরতকারী গরীব মানুষেরা বিপদের সময় যাদের দ্বারা নিরাপত্তা পায়, তাদের কেউ মৃত্যুবরণ করেছে অথচ তার প্রয়োজন তার অন্তরেই বিদ্যমান রয়েছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকে কিয়ামতের দিন একত্র করা হবে।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل فقراء المهاجرين والمستضعفين
عن عبد الله بن عمرو بن العاص قال قال رسول الله صلى الله عليه وسلم ذات يوم ونحن عنده طوبى (10) للغرباء فقيل من الغرباء يا رسول الله؟ قال أناس صالحون في أناس سوء كثير من يعصيهم أكثر ممن يطيعهم قال وكنا عند رسول الله صلى الله عليه وسلم يوما آخر حين طلعت الشمس فقال رسول الله صلى الله عليه وسلم سيأتي اناس من أمتي يوم القيامة نورهم كضور الشمس قلنا من أولئك يا رسول الله؟ (وفي رواية فقال أبو بكر نحن هم يا رسول الله؟ قال لا ولكم خير كثير) فقال فقراء المهاجرين الذين تتقى بهم المكارة يموت أحدهم وحاجته في صدره يحشرون من أقطار الأرض
tahqiqতাহকীক:তাহকীক চলমান