মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১০
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎকর্মশীলের সাথে গরীব হওয়ার প্রতি উৎসাহ প্রদান
১০. আবুল 'আলা ইবনে শিখখীর (রা) থেকে বর্ণিত। বনি সালিমের কোন ব্যক্তি হাদীস বর্ণনা করেন, আমি তার পরিচয় জানতে পারিনি, তবে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা তার বান্দাকে যে রিযিক প্রদান করেন, এ ব্যাপারে তাকে পরীক্ষা করা হবে। (অর্থাৎ সে তা কোন পথে ব্যয় করে)। এরপর আল্লাহ্ তা'আলা তার জন্য যেভাবে বণ্টন করেন, সে যদি তাতে সন্তুষ্ট থাকে, তাহলে তার সে সম্পদে আল্লাহ বরকত দান করেন। আর যে ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকবে না, তার জন্য বরকত দান করবেন না।
كتاب الفقر والغنى
باب الترغيب في الفقر مع الصلاح
عن أبي العلاء بن الشخير حدثني أحد بني سليم ولا أحسبه إلا قد رأى رسول الله صلى الله عليه وسلم (7) أن الله تبارك وتعالى يبتلي عبده بما أعطاه (8) فمن رضى بما قسم الله عز وجل له بارك الله له فيه ووسعه ومن لم يرض لم يبارك له