মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎকর্মশীলের সাথে গরীব হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৯. আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পরিবারের জন্য কখনো উত্তম যবের রুটির ব্যবস্থা হয়নি।
كتاب الفقر والغنى
باب الترغيب في الفقر مع الصلاح
عن أبي أمامة قال ما كان يفضل (5) على أهل بيت رسول الله صلى الله عليه وسلم خبز الشعير
tahqiqতাহকীক:তাহকীক চলমান