মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎকর্মশীলের সাথে গরীব হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৮. সিমাক ইবন হারব (রা) থেকে বর্ণিত। একদা নু'মান ইবনে বশির (রা) কুফার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন, আল্লাহর শপথ! নবী করিম (ﷺ) অথবা তিনি বলেন, তোমাদের নবী (ﷺ) নিম্নমানের খেজুর খেয়ে পরিতৃপ্ত হতেন, অথচ তোমরা খুরমা ও মাখনের বিভিন্ন প্রকার খাদ্য ব্যতীত সন্তুষ্ট হও না।
(তাঁর দ্বিতীয় বর্ণনায়:) তিনি নু'মান ইবন বশিরকে খুতবা দিতে শুনেছেন, তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ্ তা'আলার। রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর এমন মাস অতিক্রম হয়েছে যে, তিনি ক্ষুধার তাড়ণায় অস্থির থাকতেন এবং নিম্নমানের একটি খেজুর খেয়েও তৃপ্তি লাভ করতে পারতেন না।
(তাঁর দ্বিতীয় বর্ণনায়:) তিনি নু'মান ইবন বশিরকে খুতবা দিতে শুনেছেন, তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ্ তা'আলার। রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর এমন মাস অতিক্রম হয়েছে যে, তিনি ক্ষুধার তাড়ণায় অস্থির থাকতেন এবং নিম্নমানের একটি খেজুর খেয়েও তৃপ্তি লাভ করতে পারতেন না।
كتاب الفقر والغنى
باب الترغيب في الفقر مع الصلاح
عن سماك بن حرب قال حدثنا النعمان ابن بشير يقول على منبر الكوفة والله ما كان النبي صلى الله عليه وسلم أو قال نبيكم عليه السلام يشبع من الدقل (2) وما ترضون دون الوان التمر والزبد (وعنه من طريق ثان) (3) أنه سمع النعمان بن بشير يخطب وهو يقول أحمد الله تعالى فربما أتى على رسول الله صلى الله عليه وسلم الشهر يظل يتلوى ما يشبع من الدقل