মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ১০২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উপর নির্ভর করার প্রতি উৎসাহ প্রদান
১০২. সাল্লাম ইবন আবি শুরাহবিল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি খালিদের পুত্রদ্বয় হাব্বাহ ও সাওয়া (রা) থেকে শুনেছি, তারা বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম, তখন তিনি একটি কাজ করছিলেন, অথবা কিছু তৈরী করছিলেন, আমরা তাঁকে সে কাজে সহায়তা করলাম। তিনি কাজ শেষে আমাদের ডেকে বললেন, কল্যাণ থেকে নিরাশ হবে না।
অন্য বর্ণনায় আছে, তোমরা রিযিকের ব্যাপারে নিরাশ হবে না, যতক্ষণ তোমাদের মাথা সুস্থ থাকবে, অর্থাৎ তোমরা জীবিত থাকবে। মানুষকে তার মা উলংগ ও বস্ত্রহীন অবস্থায় প্রসব করে। এরপর আল্লাহ্ তাকে সবকিছু দান করেন এবং তার রিযিকের ব্যবস্থা করেন।
অন্য বর্ণনায় আছে, তোমরা রিযিকের ব্যাপারে নিরাশ হবে না, যতক্ষণ তোমাদের মাথা সুস্থ থাকবে, অর্থাৎ তোমরা জীবিত থাকবে। মানুষকে তার মা উলংগ ও বস্ত্রহীন অবস্থায় প্রসব করে। এরপর আল্লাহ্ তাকে সবকিছু দান করেন এবং তার রিযিকের ব্যবস্থা করেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التوكل
عن سلام أبي شرحبيل قال سمعت حبة (8) وسواء ابني خالد رضي الله عنهما يقولان اتينا رسول الله صلى الله عليه وسلم وهو يعمل عملا أو يبني بناءا فأعناه عليه فلما فرغ دعا لنا وقال لا تيأسا من الخير (وفي رواية من الرزق) ما تهززت (1) رؤسكما ان الانسان تلده امه أحمر (2) ليس عليه قشرة ثم يعطيه الله ويرزقه