মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ১০১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উপর নির্ভর করার প্রতি উৎসাহ প্রদান
১০১. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য তিনটি পাখী হাদীয়া হিসাবে পাঠানো হয়েছিল। তাঁর খাদিম তাকে একটি পাখি খেতে দিল। পরের দিন সে বাকীগুলো নিয়ে আসলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আমি কি তোমাকে আগামীকালের জন্য কিছু জমা রাখতে নিষেধ করিনি? নিশ্চয় আল্লাহ্ তা'আলা আগামীকালের জন্য রিযিকের ব্যবস্থা করে রেখেছেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التوكل
عن أنس بن مالك قال أهديث لرسول الله صلى الله عليه وسلم ثلاث طوائر فأطعم خادمه (6) طائرا فلما كان في الغد أتته به فقال لها ألم أنهك أن ترفعي شيئا فإن الله عز وجل يأتي برزق كل غد
tahqiqতাহকীক:তাহকীক চলমান