মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ১০০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উপর নির্ভর করার প্রতি উৎসাহ প্রদান
১০০. ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমাকে মিরাজের রাতে সমস্ত উম্মতদেরকে দেখানো হয়েছিল, অতঃপর আমার উম্মতকে বিলম্বে দেখানো হয়েছিল। এ সময় আমি তাদের সংখ্যাধিক্য দেখে আনন্দিত হলাম। তাদের সংখ্যাধিক্যে পাহাড় ও সমতলভূমি ভরে গিয়েছিল। তখন আমাকে বলা হলো, এই তোমার উম্মত, এদের মধ্যে সত্তর হাজার এমন লোক রয়েছে, যারা কোন হিসাব ছাড়াই বেহেস্তে প্রবেশ করবে আর তারা হলো, যারা মন্ত্র-তন্ত্রের কাজ করে না, ঝাঁড়-ফুঁক করায় না ও অশুভ-অমঙ্গল চিহ্ন মানে না। বরং সদা-সর্বদা তারা তাদের রবের উপর ভরসা রাখে। এমন সময় উকাশা (রা) বললো, হে আল্লাহর রাসুল (ﷺ)। আল্লাহর নিকট আমার জন্য দু'আ করুন, আমি যেন সে দলের অন্তর্ভুক্ত হতে পারি। রাসুলুল্লাহ (ﷺ) তাঁর জন্য দু'আ করলেন। এরপর অন্য একজন উঠে দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসুল (ﷺ)। আল্লাহর নিকট আমার জন্য দু'আ করুন, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ ব্যাপারে উকাশা তোমার আগেই সুযোগ গ্রহণ করেছে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التوكل
عن ابن مسعود أن رسول الله صلى الله عليه وسلم أرى الأمم بالموسم (4) فراثت عليه أمته قال فاريت أمتي فأعجبني كثرتهم قد ملئوا السهل والجبل فقيل لي إن مع هؤلاء سبعين الفا يدخلون الجنة بغير حساب هم الذين لا يكسوون ولا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون قال عكاشة يا رسول الله ادع الله أن يجعلني منهم فدعا له ثم قام يعني آخر فقال يا رسول الله ادع الله أن يجعلني معهم قال سبقك بها عكاشة