মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৯৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উপর নির্ভর করার প্রতি উৎসাহ প্রদান
৯৯. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সে ব্যক্তি অভাব অনটনে পতিত হয়, আর সে জন্য সে মানুষের নিকট হাত পাতে, তার অভাব পূরণ না হওয়াই উচিত। পক্ষান্তরে, যে ব্যক্তি অভাবে আল্লাহর নিকট সাহায্য চায়, আল্লাহ দ্রুত তার রিযিকের ব্যবস্থা করেন অথবা তার মৃত্যু বিলম্বিত করেন।
তার দ্বিতীয় বর্ণনায় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি অভাব অনটনে পতিত হয়, আর সে জন্য সে মানুষের কাছে হাত পাতে, তার অভাব পূরণ করা হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার কাছে তার অভাব পূরণের প্রত্যাশা করে, আল্লাহ তা'আলা তাকে ধনী হওয়ার নিকটবর্তী করে দেন, অর্থাৎ দ্রুত তাকে ধনী করে দেন, অথবা তাকে দ্রুত মৃত্যু দান করেন।
তার দ্বিতীয় বর্ণনায় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি অভাব অনটনে পতিত হয়, আর সে জন্য সে মানুষের কাছে হাত পাতে, তার অভাব পূরণ করা হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার কাছে তার অভাব পূরণের প্রত্যাশা করে, আল্লাহ তা'আলা তাকে ধনী হওয়ার নিকটবর্তী করে দেন, অর্থাৎ দ্রুত তাকে ধনী করে দেন, অথবা তাকে দ্রুত মৃত্যু দান করেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التوكل
عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من نزل به حاجة (8) فأنزلها بالناس كان قمنا (9) من ان لا تسهل حاجته ومن أنزلها بالله آتاه الله برزق عاجل أو بموت آجل (10)
(وعنه من طريق ثان) (1) قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم من أصابته فاقة فانزلها بالناس لم تسد فاقته (2) ومن أنزلها بالله عز وجل أوشك الله له بالغنى أما اجل عاجل أو غنى عاجل
(وعنه من طريق ثان) (1) قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم من أصابته فاقة فانزلها بالناس لم تسد فاقته (2) ومن أنزلها بالله عز وجل أوشك الله له بالغنى أما اجل عاجل أو غنى عاجل