মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৮২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: সত্যনিষ্ঠা ও আমানতদারীতা
৮২. আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যাক্তি কোন ব্যক্তি থেকে কোন কথা শুনে এবং তা অন্যের কাছে ফাঁস করা হোক তা কামনা করে না, তাহলে সেটা হবে আমানত। যদি বর্ণনাকারী তাকে গোপন করার আদেশ না দেয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الصدق والأمانة
عن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع من رجل حديثا لا يشتهي أن يذكر عنه فهو أمانة (6) وان لم يستكتمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান