মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৮১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: সত্যনিষ্ঠা ও আমানতদারীতা
৮১. হুমায়দ (রা) থেকে বর্ণিত। তিনি মক্কাবাসী জনৈক ব্যাক্তি থেকে বর্ণনা করেন, যার নাম ছিল ইউসূফ। হুমায়দ (রা) বলেন আমি এবং কুরায়শের এক ব্যক্তির হাতে ইয়াতিমের কিছু সম্পদ আসে। বর্ণনাকারী বলেন, আমার নিকট থেকে ঐ ব্যাক্তি এক হাজার দিরহাম নিয়ে যায়, আর তার এক হাজার দিরহাম আমার হাতে আসে। তখন আমি কুরায়শীকে বললাম, সে ব্যক্তি আমার কাছ থেকে এক হাজার দিরহাম নিয়ে গেছে এবং তার থেকে এক হাজার দিরহাম আমি পেয়ে গেছি। তখন কুরায়শী বললেন। আমার পিতা আমার নিকট হাদীস বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, যে ব্যাক্তি তোমার কাছে আমানত রাখে, তুমি তা ফেরত দেবে। আর যে ব্যাক্তি তোমার আমানতের খিয়ানত করে, তুমি তার আমানতে খিয়ানত করবে না।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الصدق والأمانة
حدثنا محمد بن أبي عدي عن حميد عن رجل من أهل مكه يقال له يوسف قال كنت أنا ورجل من قريش نلي مال أيتام قال وكان رجل قد ذهب عني بألف درهم قال فوقعت له في يدي الف درهم قال فقلت للقرشي أن قد ذهب لي بألف درهم وقد اصبت له ألف درهم قال فقال القرشي حدثني أبي أنه سمع النبي صلى الله عليه وسلم يقول اد (3) الأمانة من ائتمنك (4) ولا تخن من خانك