মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৮০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: সত্যনিষ্ঠা ও আমানতদারীতা
৮০. 'আলকামা ইবন 'আবদুল্লাহ আল মুযানী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)-এর কয়েক সাহাবী বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, যে যেন আল্লাহকে ভয় করে এবং উত্তম কথা বলে অথবা নীরব থাকে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الصدق والأمانة
عن علقمة بن عبد الله المزني عن رجال من أصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه قال من كان يؤمن بالله واليوم الآخر فليتق الله وليقل حقا أو ليسكت