মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৮৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নিয়ামত দাতার প্রতি শুকর ও ভাল কাজের প্রতিদানের প্রতি উৎসাহ প্রদান
৮৩. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান! আমি তোমাকে উট ও ঘোড়ায় আরোহণ করিয়েছি, নারীকে তোমার নিকট বিবাহ দিয়েছি, তুমি এক চতুর্থাংশ মালে গনিমত ভোগ করেছ, অর্থাৎ তোমাকে নেতা বানানো হয়েছে, এজন্য তুমি কি শুকর আদায় করেছ?।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في شكر المنعم والمكافأة على المعروف
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل يوم القيامة يا ابن آدم حملتك على الخيل والابل وزوجتك النساء وجعلتك تربع (2) وترأس فأين شكر ذلك