মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৬৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৬৭. 'উরওয়া ইবন যুবায়র (রা) থেকে বর্ণিত। হিশাম ইবন হিযাম একদল জিম্মি লোকদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তাদেরকে শাম দেশে রৌদ্রে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তিনি বললেন, তাদের কি হয়েছে? তারা উত্তর দিল। এদের উপর খারাজের কিছু অংশ বকেয়া রয়েছে। এরপর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যারা মানুষকে দুনিয়াতে শাস্তি প্রদান করে, নিশ্চয়ই আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেবেন। তিনি বলেন, সে সময় ফিলিস্তিনের আমীর ছিলেন উমায়র ইবনে সা'দ (রা)। বর্ণনাকারী বলেন, এরপর হিশাম তাঁর নিকট প্রবেশ করে ঘটনাটি তাকে অবহিত করেন, তখন তিনি তাদেরকে মুক্ত করে দেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن عروة بن الزبير عن هشام بن حكيم بن حزام أنه مر بأناس من أهل الذمة قد أقيموا في الشمس بالشام فقال ما هؤلاء؟ قالوا بقى عليهم شيء من الخراج فقال اني اشهد اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله عز وجل يعذب يوم القيامة الذين يعذبون الناس قال وأمير الناس يومئذ عمير بن سعد على فلسطين قال فدخل عليه فحدثه فخلى سبيلهم