মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৬৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: লজ্জা-র প্রতি উৎসাহ প্রদান এবং এর কল্যাণকারিতা
৬৮. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন বলেন, আল্লাহ তা'আলার পক্ষ থেকে সত্যিকার লজ্জা অবলম্বন কর। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহর সমস্ত প্রশংসা, আল্লাহর জন্য আমরাতো লজ্জাবোধ করি। তিনি বললেন, তোমরা যা ধারণা করেছ, সেটা নয়, (অর্থাৎ সত্যিকার লজ্জা হলো- কথা, কাজ, অন্তকরণ ও সমস্ত অঙ্গ- প্রত্যঙ্গ গুনাহ থেকে হিফাযত করা।) বরং যে ব্যক্তি সত্যিকার ভাবে আল্লাহ থেকে লজ্জা করতে চায়, সে যেন তার মাথা ও অনুভূতির হিফাযত করে। (অর্থাৎ তার কান, চোখ ও যবান বৈধ কাজে ব্যবহার করে) তার পেট ও তার সাথে সম্পৃক্ত অঙ্গ-প্রত্যঙ্গ হিফাযত করে। (অর্থাৎ অন্তর, লজ্জাস্থান, হাত, পা গুনাহ থেকে হিফাযত করে।) এবং মৃত্যুকে স্মরণ করে। আর যে ব্যক্তি পরকালের সফলতা ও নিয়ামতের প্রত্যাশা করে, সে যেন দুনিয়ার সৌন্দর্য ত্যাগ করে। যে ব্যক্তি এ কাজ করবে, সে সত্যিকারভাবে আল্লাহ তাআ'লাকে লজ্জা করল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الحياء وأنه لا يأتي إلا بخير
عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم ذات يوم استحيوا من الله عز وجل حق الحياء قال قلنا يا رسول الله إنا نستحي والحمد لله قال ليس ذلك (5) ولكن من استحى من الله حق الحياء فليحفظ الراس (6) وما حوى والبطن وما وعى (7) وليذكر الموت والبيلي ومن اراد الآخرة (8) ترك زينة الدنيا (9) فمن فعل ذلك فقد استحيا من الله عز وجل حق الحياء