মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৬৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৬৬. খালিদ ইবন হাকিম ইবন হিযাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু 'উবায়দা কোন এক ব্যক্তিকে কিছু পানাহার করালেন, এতে খালেদ ইবন ওয়ালীদ (রা) তাঁকে নিষেধ করলেন। তারা বললো, তুমি আমীরকে রাগান্বিত করেছ। এরপর সে আমীরের কাছে এসে বললো, তোমাকে রাগান্বিত করার ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। সে ব্যক্তিকে কিয়ামতের দিন কঠিন শাস্তি প্রদান করা হবে, যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে কঠিন শাস্তি প্রদান করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن خالد بن حكيم بن حزام قال تناول أبو عبيدة رجلا بشيء فنهاه خالد بن الوليد رضي الله عنه فقالوا أغضبت الأمير فأتاه فقال اني لم ارد أن اغضبك ولكني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اشد الناس عذابا (2) يوم القيامة أشد الناس عذابا للناس في الدنيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান