মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৬৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৬৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উয়াইনা ইবন হাসান, রাসূল (ﷺ)-এর নিকট প্রবেশ করে দেখেন যে, তিনি হাসান অথবা হোসায়ন (রা)-কে চুমু খাচ্ছেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমার দশটি সন্তান রয়েছে, আমি তো কখনও তাদের কাউকে চুমু খাইনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে লোক দয়া বা অনুগ্রহ করে না সে দয়া ও অনুগ্রহ পায় না।
'আইশা (রা) বর্ণনা করেন, একবার এক বেদুঈন, নবী (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনারা কি শিশুদেরকে চুমু দেন? আল্লাহর শপথ, আমরা তো দেই না। জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তা'আলা তোমার অন্তর থেকে দয়া-মায়া উঠিয়ে নিলে আমি এর জন্য কি করতে পারি?
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
وعنه أيضا قال دخل عيينة بن حصن على رسول الله صلى الله عليه وسلم فرآه يقبل حسنا أو حسينا فقال له لا تقبله يا رسول الله لقد ولد لي عشرة ما قبلت أحدا منهم فقال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم
عن عائشة رضي الله عنها (7) قالت أتى النبي صلى الله عليه وسلم أعرابي فقال يا رسول الله أتقبل الصبيان؟ فوالله ما نقبلهم فقال رسول الله صلى الله عليه وسلم ما أملك (8) أن الله عز وجل نزع من قلبك الرحمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান