মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৫৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৫৮. মু'য়াবিয়া ইবনে কুররা (রা) তার পিতা থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসুল (ﷺ)। আমি বকরী যবেহ করার সময় তার প্রতি দয়া করি। অথবা আমি বকরীর প্রতি দয়া করি, যখন যবেহ করি। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি বকরর প্রতি দয়া করলে আল্লাহও তোমার প্রতি দয়া করবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن معاوية بن قرة عن أبيه ان رجلا قال يا رسول الله اني لأذبح الشاة واني ارحمها أو قال اني لأرحم الشاة أن أذبحها فقال والشاة ان رحمتها رحمك الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান