মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৫৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫৭. 'আলকামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'আয়েশা (রা)-এর কাছে ছিলাম। সে সময় আবূ হুরায়রা (রা) সেখানে প্রবেশ করেন। তখন 'আয়েশা (রা) তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা। তুমি কি এ হাদীস বর্ণনা করেছো যে, একজন মহিলাকে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার দরুণ শাস্তি দেওয়া হয়েছে? সে এটিকে শক্ত করে বেঁধে রাখে, সে অবস্থায় এটিকে খাবার দেয়নি পানীয়ও দেয়নি? আবু হুরায়রা (বা) বলেন, আমি তাঁর নিকট থেকে শুনেছি, অর্থাৎ নবী করিম (ﷺ) এর নিকট থেকে, ইমাম আহমদ বলেন, এভাবে আমার পিতা বলেছেন, 'আয়শা (রা) বললেন, তুমি কি এ মহিলা সম্পর্কে জান? এ মহিলা যে কাজ করেছে, সেটি কাফিরের কাজ। আর একজন মুমিন আল্লাহর নিকট মর্যাদাবান ঐ ব্যক্তি থেকে, যে বিড়ালকে শাস্তি দেয়। তুমি যখন রাসূলের হাদীস বর্ণনা করবে, তখন লক্ষ্য রাখবে হাদীসটি কিভাবে বর্ণনা কর।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
حدثنا عبد الله حدثني ابي ثنا سليمان بن داود يعني الطيالسي (3) ثنا أبو عامر الخزاعي عن سيار عن الشعبي عن علقمة قال كنا عند عائشة فدخل أبو هريرة فقالت أنت الذي تحدث ان امرأة عذبت في هرة أنها ربطتها فلم تطعمها ولم تسقها؟ فقال سمعته منه يعني النبي صلى الله عليه وسلم قال عبد الله (4) كذا قال أبي فقالت هل تدري ما كانت المرأة؟ ان المرأة مع ما فعلت كانت كافرة وان المؤمن أكرم على الله عز وجل من أن يعذبه في هرة فإذا حدثت عن رسول الله صلى الله عليه وسلم فانظر كيف تحدث