মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৫৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫৬. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজন স্ত্রীলোক একটি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য জাহান্নামে প্রবেশ করে। সে বিড়ালটিকে শক্ত করে বেঁধে রাখে এ অবস্থায় যে, সে তাকে খাবার দেয়নি, পানীয় দেয়নি এবং বন্ধনমুক্ত করে ছেড়েও দেয়নি যাতে সে যমীনের পোকা-মাকড় খেয়ে বাঁচতে পারে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت امرأة (11) النار في هرة ربطتها فلم تطعمها ولم تسقها ولم ترسلها فتأكل من خشاش (1) الأرض
হাদীসের ব্যাখ্যা:
যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তারা কখনো জীব-জন্তর প্রতি কঠোর ও নির্মম ব্যবহার করতে পারে না। যাদের আল্লাহর ভয় নেই, তারাই আল্লাহর সৃষ্টজীবের প্রতি নিষ্ঠুর আচরণ করতে পারে। তাই দুনিয়ার যিন্দেগীতে যারা আল্লাহকে ভয় করে না এবং তাঁর সৃষ্টজীবের প্রতি নির্মম আচরণ করে কিংবা তাদেরকে মেরে ফেলে, তারা কিয়ামতের দিন দয়ালু আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে এবং জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)