মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৫৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, জনৈক জ্বিনাকারিনী মহিলা গরমের দিনে একটি কুকুরকে দেখতে পায় সে কুপের কাছে ঘুরে বেড়াচ্ছে এবং পিপাসায় তার জিহবা বের করে রাখছে। তখন সে নারী তার মোজা খুলে কুকুরের পানি পানের ব্যবস্থা করে, যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
وعنه أيضا عن النبي صلى الله عليه وسلم أن امرأة بغيا (6) رأت كلبا في يوم حار يطيف (7) ببئر قد أدلع لسانه (8) من العطش فنزعت موقها (9) فغفر لها
tahqiqতাহকীক:তাহকীক চলমান