মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৫১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫১. জাবির ইবনে 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) একটি গাধার চেহারায় দাগ বা চিহ্ন দেওয়া অবস্থায় দেখে বললেন, যে ব্যক্তি এ কাজ করেছে, আল্লাহ্ তাকে অভিসম্পাত করুন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن جابر بن عبد الله قال رأى رسول الله صلى الله عليه وسلم حمارا قد وسم (7) في وجهه فقال لعن الله من فعل هذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান