মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৫০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৫০. উবায়দুল্লাহ ইবনে যিয়াদ (রা) থেকে বর্ণিত। তিনি বুশর সোলায়মান দুই ছেলে এর থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি তাদের নিকট প্রবেশ করলাম এবং তাদেরকে বললাম, আল্লাহ তোমাদেরকে দয়া করুন। আমাদের মধ্যে এক ব্যক্তি তার পশুর উপর আরোহণ করে তাকে চাবুক দিয়ে আঘাত করতে থাকে এবং তাকে থামাবার জন্য লাগাম দ্বারা মাথা টেনে ধরে। আমি বললাম, তোমরা কি এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন কথা শুনেছ? তারা বললো, এ ব্যাপারে আমরা রাসুলুল্লাহ (ﷺ)- এর পক্ষ থেকে কোন কিছু শুনিনি। সে সময় জনৈক মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বললো, হে প্রশ্নকারী। আল্লাহ্ তা'আলা বলেছেন,
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ.
"ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন জীব নেই, অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখী উড়ে না, যা তোমাদের মত একটি উম্মত নয়; কিতাবে কোন কিছুই আমি বাদ দেইনি।" (সূরা আন'আম, ৩৮) সে বললো, সেতো আমাদের বোন, সে বয়সে আমার চেয়ে বড়। সে নবী করিম (ﷺ)-কে পেয়েছিল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن عبد الله بن زياد عن ابني بسر السلميين قال دخلت عليهما فقلت يرحكما الله الرجل منا يركب دابته فيضربها بالسوط ويكفحها باللجام هل سمعتما من رسول الله صلى الله عليه وسلم في ذلك؟ قال ما سمعنا في ذلك شيئا فإذا امرأة قد نادت من جوف البيت أيها السائل إن الله عز وجل يقول (وما من دابة في الأرض ولا طائر يطير بجناحه الا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء) فقال هذه اختنا وهي اكبر منا وقد ادركت رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান